রনি আহম্মদ
রাজশাহী জেলার মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার ২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা অনুষ্ঠান ।
কেশরহাট পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের ২০ কোটি ১ লাখ ৬৩ হাজার ২২৪ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।এর মধ্যে রাজস্ব খাতে ২ কোটি ৮২ লাখ ৫১ হাজার টাকা, মুলধন হিসেবে ১কোটি ৬৪ লাখ ১২ হাজার ২২৪ টাকা উন্নয়ন খাতে ১৫ কোটি ৫৫ লাখ টাকা আয় ধরা হয়েছে।
রোববার (১১ই জুলাই) বেলা সাড়ে ১১ টায় পৌরসভার কার্যালয়ের সভাকক্ষে এ বাজেট ঘোষণা করেন কেশরহাট পৌরসভার মান্যনীয় মেয়র জনাব মোঃ শহিদুজ্জামান শহিদ।
মেয়র বলেন কেশরহাট পৌরসভার গত বছর রাজস্ব আয় ছিল ১ কোটি ৫৮ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা এবং ব্যয় ছিল ১কোটি ৫৭ লাখ ৮৯ হাজার ২৩৫ টাকা।
উক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রুস্তম আলী প্রামাণিক,সাবেক প্যানেল মেয়র কেশরহাট পৌরসভা এবং সহ-সভাপতি মোহনপুর উপজেলা আওয়ামীলীগ।
মোহনপুর ডিগ্রি কলেজের ছাত্র সংসদের নির্বাচিত সাবেক ভিপি মোহনপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কেশরহাট পৌরসভা আওয়ামীলীগের দুইবার নির্বাচিত সভাপতি, জনাব মোঃ শাহেদুজ্জামান মুক্তা। নজরুল ইসলাম বর্তমান প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর। আরো উপস্থিত ছিলেন বসন্তকেদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,রাজশাহী জেলা পরিষদের অন্যতম সদস্য,শফিকুল ইসলাম মাষ্টার কেশরহাট পৌরসভার আওয়ামীলীগ এর দুই দুই বারের নির্বাচিত সাধারণ সম্পাদক।
জাহাঙ্গীর আলম সরদার সহকারী প্রকৌশলী,মোখলেছুর রহমান হিসাব রক্ষক,রোকমতজামান টিটু লাইসেন্স পরিদর্শক,বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান,বিভিন্ন পর্যায়ের ব্যবসায়িক নেতৃবৃন্দ,পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ সহ,অনলাইন,ইলেকট্র্রিক,প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী।